গাজায় ইসরায়েলি হামলায় ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। প্রায় দুই মাসের এ যুদ্ধে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৬ হাজারে দাঁড়িয়েছে।
আজ (৪ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৭০ ভাগ নারী ও শিশু রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে যুদ্ধবিরতির পর দক্ষিণ গাজায় স্থলপথে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এ অভিযানের সময় গাজায় হামাসের এক কমান্ডারকে হত্যার কথা নিশ্চিত করেছে তারা। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করে-ইসরায়েল গাজা উপত্যকায় তাদের স্থল অভিযান প্রসারিত করছে।
আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, আইডিএফ পুনরায় পুরো গাজা উপত্যকাজুড়ে হামাসের ঘাঁটির বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে এবং এটি ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে। এ সময় হাগারি স্থল বাহিনী ও বিমানবাহিনীর পারস্পরিক সহায়তার গুরুত্বের ওপরও আলোকপাত করেন।
তিনি হামাসের সদর দপ্তর, অস্ত্র তৈরির জায়গা, টানেল এবং রকেট উৎক্ষেপণ এলাকার বিরুদ্ধে বিমান হামলা ও স্থল অভিযানের কথাও জানান। আইডিএফের প্রধান দাবি করেন, ইসরায়েলের সেনারা গাজায় হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে।
গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক জানিয়েছেন, ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় এখন ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।
+ There are no comments
Add yours