সেন্টমার্টিনে আটকা ৩০০ পর্যটক

Estimated read time 1 min read
Ad1

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের ‘মিগজাউম’ প্রভাবে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সে কারণে সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় ৩০০ পর্যটক।

গতকাল (৬ ডিসেম্বর) সকাল থেকে কোনো নৌযান চলাচল করেনি। আবহাওয়া অধিদপ্তর সতর্কসংকেত জারি করায় চলছে না নৌযান।

টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী জানিয়েছেন, সতর্কসংকেত প্রত্যাহার করা হলে টেকনাফ থেকে আবার জাহাজ চলাচল শুরু হবে। ভ্রমণে আসা বেশকিছু পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তাদের খোঁজখবর রাখা হচ্ছে।

বিআইডব্লিটিএর টেকনাফের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিচাংয়ের প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে।

এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। দ্বীপে ভ্রমণে আসা বেশকিছু পর্যটককে সেখানেই রাতযাপন করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের আনা হবে।

এ ধরনের ঘটনায় কমপক্ষে ২ দিন জাহাজ চলাচল বন্ধ থাকে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours