মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া প্রতিনিধি। ১০ ডিসেম্বর ২০২৩ ইং সাতকানিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবস্থিত বি এস ১ নং খাস খতিয়ান ভুক্ত ঐতিহাসিক কানুপুকুরকে অবৈধ দখলমুক্ত করে সরকারি হেফাজতে নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি), সাতকানিয়া চট্টগ্রাম আরফাত সিদ্দিকীর নেতৃত্ব উপজেলা (ভূমি) সাতকানিয়া ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দের সহযোগীতায় সাইনবোর্ড স্থাপন করে সরকার কানুপুকুরের দখল গ্রহণ করা হয়।
একসাথে ভবিষ্যৎ কানুপুকুরসহ যে কোন সরকারি ভূমি অবৈধ দখলদারের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্ছারন করা হয়। উল্লেখ্য কানুপুকুরটি দীর্ঘকাল প্রভাবশালী ভূমিদস্যূ একটি গৌষ্ঠি অবৈধ দখল করে রাখে।
সরকারি মূল্যবান সম্পদটি গ্রাস করার জন্য বিজ্ঞ সিনিয়ার জেলা আদালতে মিথ্যা ভিত্তিহীন মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত আইনি প্রক্রিয়া শেষে সরকার পক্ষে আদেশ দেন,এবং বাদী পক্ষের আরজি দোতরফাসূত্র খারিজ করে দেন।
+ There are no comments
Add yours