আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-০৭ রাঙ্গুনিয়া আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আহমদ রেজা বলেছেন- সৎ, যোগ্য, ন্যায়পরায়ন ও মানবিক গুনাবলীসমৃদ্ধ প্রজন্ম তৈরিতে যুগে যুগে মাদরাসা শিক্ষা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
সমাজে যাবতীয় বিশৃঙ্খলা,অরাজকতা তথা গর্হিত কাজের অপনোদনে মাদরাসা শিক্ষা ব্যবস্থা এক নিয়ামক শক্তি উল্লেখ করে নৈতিকতাসমৃদ্ধ ও স্খলনমুক্ত জীবন গঠনে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ২টায় রাংগুনীয়া নুরুল উলুম কামিল এম এ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দান কালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন তৈয়বীর সভাপতিত্বে ও মাওলানা নেজাম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাদ্রাসা গভর্ণিং বডির চেয়ারম্যান, রাহাতীয়া দরবার শরীফের শাহজাদা, পীরে তরিকত ছৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী। তিনি বলেন – আমাদের সমাজে অভিভাবক আরো সচেতন হলে মাদ্রাসার প্রাতিষ্ঠানিক নিয়ম -শৃঙ্খলায় পরিপূর্ণতা আসবে।
তিনি সময়ের প্রতি গুরুত্ব দিয়ে বাসায় শিক্ষার্থীদের ভালোভাবে তদারকির উপর গুরুত্বারোপ করেন। এতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া মুনিরীয়া আহমদিয়া আলিম মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী। আরো উপস্থিত ছিলেন মাওলানা আবদুল কাদের নঈমী,মাওলানা সোলায়মান আলকাদেরী, ইংরেজি প্রভাষক আব্দুল জব্বার,মাওলানা রহমতুল্লাহ নঈমীসহ সম্মানিত সকল শিক্ষক -শিক্ষীকা, অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
+ There are no comments
Add yours