সাভারে একটি মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো একজন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সাভারের দক্ষিণ রাজাশন মোল্লাপাড়া মহল্লার বিসমিল্লাহ মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই ঘটনা ঘটে।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে তাদের ধারণা বয়লার বিস্ফোরণ থেকে এই হতাহতের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বিকট শব্দে ওই মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওয়ার্কশপটির বারান্দা ও দেয়াল ধ্বসে পড়ে।
এসময় রোহান মন্ডল নামে এক শ্রমিক মারা যান। এছাড়া এনামুল নামে আরেকজনকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাহফুজুর রহমান জানান, এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পুলিশ, আনসারদের ব্যবহৃত বেল্ট, জুতা, হেলমেট মশারি ও বিছানার চাদর তৈরি করা হতো।
এ কারণে তারা বয়লার ব্যবহার করত। শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে এই দুর্ঘটনায় ১ জন আহত ও ১ জন নিহত হয়।
+ There are no comments
Add yours