গত অক্টোবরে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড এবং পিএসজির কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি।
এবারও ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা। সেরার দৌড়ে ইন্টার মায়ামি অধিনায়কের সঙ্গে আছেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড এবং ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
গতকাল (১৪ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে বর্ষসেরা তিনজন কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।
বর্ষসেরা পুরস্কারের জন্য প্রাথমিকভাবে ১২ জন ফুটবলারকে মনোনীত করেছিল ফিফা। সেখান থেকে তিনজনেরর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিন ফুটবল মহারথী।
ফিফা ওয়েবসাইটে জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক ও সমর্থকদের দেওয়া ভোটের ভিত্তিতে বেছে নেওয়া হবে সেরা ফুটবলারকে।
আগামী ১৫ জানুয়ারি লন্ডনে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
+ There are no comments
Add yours