ভারতীয় সংগীতশিল্পী অনুপ ঘোষাল মারা গেছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। অনুপ ঘোষালের মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার ‘দেখো রে নয়ন মেলে জগতের বাহার’ গানটি অনুপ ঘোষালকে জনপ্রিয় করে তোলে।
এছাড়াও ঠুমরি, খেয়াল, ভজন, রাগপ্রধান, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতি গানের পাশাপাশি আধুনিক বাংলা গানও করতেন অনুপ ঘোষাল। মূলত নজরুলগীতি গেয়ে তার সুনাম ছড়িয়ে পড়ে।
সংগীতজগতের সঙ্গে যুক্ত পরিবারেই জন্ম ও বেড়ে ওঠা অনুপ ঘোষালের। বাবা অমূল্যচন্দ্র ঘোষাল, মা লাবণ্য ঘোষাল। মা লাবণ্য ঘোষালের কাছ থেকেও সংগীত জগতের প্রতি অনুরাগ জন্মায় অনুপ ঘোষালের।
+ There are no comments
Add yours