চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মো. হায়দার আলী (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এই পিস্তল চট্টগ্রামের বিভিন্ন মহাসড়কে ডাকাতি ও মাদক পাচারের সময় ব্যবহার করা হতো বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় ১৪ নম্বর গ্যারেজ সংলগ্ন হাজী আব্দুল লতিফ জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে পিস্তলসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হায়দার আলী কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের মিয়াজি বাড়ির বাসিন্দা। তারা বর্তমানে পরিবারসহ নগরীর চান্দগাঁও থানার মোহরার জান আলী রেল স্টেশনের ৮ নম্বর রেল বিট এলাকায় বসবাস করছেন।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) স্পিনা রানী প্রামাণিক। কালবেলাকে তিনি বলেন, শুক্রবার বিকেল পৌনে ৪টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি। এই পিস্তল তিনি চট্টগ্রামের বিভিন্ন মহাসড়কে ডাকাতি ও মাদক পাচারের সময় ব্যবহার করতেন।
+ There are no comments
Add yours