বাংলাদেশ কংগ্রেস নেতৃত্বাধীন সম্মিলিত মহাজোট মনোনীত ১২১ জন বৈধ প্রার্থী যেকোনো মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছেন।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জরুরি সংবাদ সম্মেলনে’ বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান রেজাউল হোসেন এই কথা বলেন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে নির্বাচন করতে ১৪০ জনকে দলীয় মনোনয়ন দিয়েছিল। যাচাই–বাছাই শেষে ১২১ জন বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন।
কাজী রেজাউল বলেন, সরকার তার ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করতে ‘বানরের রুটি ভাগের মতো’ যেভাবে সংসদের আসন ভাগাভাগি করছে, তাতে নির্বাচন সুষ্ঠু হবে না বলে তাঁদের আশঙ্কা। তাঁরা এই ভাগাভাগির মধ্যে নেই। তাঁরা চান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বর্তমান প্রেক্ষাপটে প্রতিশ্রুত পরিবেশ না পেলে বাংলাদেশ কংগ্রেসের শতাধিক প্রার্থীর নির্বাচন থেকে সরে আসা ছাড়া কোনো বিকল্প থাকবে না।
ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা প্রতিনিয়ত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মহোৎসবে মেতে উঠেছে উল্লেখ করে কাজী রেজাউল বলেন, তাদের এমন কর্মকাণ্ডে মূলত নির্বাচনের নামে তামাশার খেলা চলছে বলেই প্রতীয়মান হচ্ছে।
+ There are no comments
Add yours