সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপহরণের ১২ঘন্টার মধ্যে রিপন (২০) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী এলাকার একটি পরিত্যক্ত বাড়ির কাছ থেকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এসময় অপহরণে জড়িত রিপনের বন্ধু সৈকত শেখকে (২০) আটক করা হয়। সৈকত উপজেলার বড় পাঙ্গাসী গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। রিপন একই এলাকার জুলহক প্রামাণিকের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে রিপনের বড় ভাই থানায় একটি অভিযোগ দায়ের করে তার ছোট ভাই রিপনকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।
অভিযোগ আমলে নিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রিপনের বন্ধু সৈকতকে আটক করা হয়। পরে সৈকতের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বড় পাঙ্গাসী গ্রামের আব্দুল হালিমের পরিত্যক্ত বাড়ির কাছে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় রিপনকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রিপন ও সৈকত দুজন বন্ধু ছিল। এর সুবাদে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে সৈকত তার বন্ধু রিপনকে ফোন দিয়ে বড় পাঙ্গাসী স্কুল মাঠে নিয়ে যায়। রাত ১০টার দিকে পূর্ব পরিকল্পনা মোতাবেক আটক সৈকতসহ রিপনের আরও কয়েকজন বন্ধু মিলে তাকে মারপিট করে হাত-পা ও মুখ বেঁধে তাকে পরিত্যক্ত ওই জায়গায় ফেলে রাখে। পরে রিপনের মোবাইল ফোন দিয়েই তার বাড়িতে কল দিয়ে ৩০ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেলে রিপনের লাশও খুঁজে পাবে না বলে হুমকি দেয় তারা।
+ There are no comments
Add yours