গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ি মোড়ে একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে আগুন লেগে পুড়ে গেছে।
আজ (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ শীববাড়ি এলাকায় মেসার্স নয়ন গ্লাস হাউস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেব্রিকেটরস দোকানে আগুনের সূত্রপাত হয়।
পরে স্থানীয়রা ফায়ার ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, সকাল ৯টা ৩৮ মিনিটে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই দোকানটি তালাবদ্ধ ছিল। আমরা তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণ করি। ধারণা করা হচ্ছে, বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। আগুন ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
+ There are no comments
Add yours