রাজশাহীতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি বিভাগের এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (১৭ ডিসেম্বর) এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে তাপমাত্রা কমায় নগরীর দোকানগুলোতে বিক্রি বেড়েছে শীতের পোশাকের।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, রাজশাহীতে গেল দুইদিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে বিরাজ করছিল। গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আব্দুস সালাম বলেন, সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা বেশি কমলে শীত বেশি অনুভূত হয়। ধারণা করা হচ্ছে এখন তাপমাত্রা কমার দিকে যাবে। তবে গত বৃহস্পতিবারের পরে আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি রাজশাহীতে। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
অপরদিকে, তাপমাত্রা কমায় নগরীতে ফুটপাত ও অস্থায়ী ভ্রাম্যমাণ কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশি ছিল। তবে ক্রেতাদের অভিযোগ, চাহিদা বেশি থাকায় বিক্রেতারা শীতের পোশাকের দাম বাড়িয়ে দিয়েছে।
+ There are no comments
Add yours