সুজন চৌধুরী:
চট্টগ্রামের লালদীঘির পার্কে জ্যোৎস্না উৎসবে মেতে উঠেছিল নগরবাসী। ইট-পাথরের এই নগরে হঠাৎ এমন ভিন্ন ধর্মী আয়োজনে উচ্ছ্বসিত ছিল নগরবাসী।
শনিবার (৩০ জানুয়ারি) রাত পৌনে আটটায় অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম।
এসময়, প্রধান অতিথির বক্তব্যে, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, একটা কঠিন সময়ে চট্টগ্রামের অমাবস্যার চাঁদ হয়ে উপস্থিত হয়েছেন খোরশেদ আলম সুজন।
উপমন্ত্রী বলেন, প্রশাসকের দায়িত্ব নিয়ে ছয় মাসে সুজন ছয় বছরের কাজ করেছেন।
উৎসবে পূর্ণিমার চাঁদের আলোতে জ্যোৎস্নার সৌন্দর্য উপভোগের পাশাপাশি আয়োজন করা হয় সংগীতানুষ্ঠানের।
এতে লোকজ, ভাওইয়া, পল্লিগীতি, দেশাত্মবোধক ও রবীন্দ্র-নজরুলসহ চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পীরা। নাচে-গানে মুখরিত এক ভিন্ন লালদিঘী পার্ক দেখে নগরবাসী।
আগামী সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় একই জায়গায় অনুষ্ঠিত হবে কবিতা পাঠ ও পিঠা উৎসবের আয়োজন করারও কথা রয়েছে।
এতে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
+ There are no comments
Add yours