আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার তেতুলবাড়িয়া ফেরিঘাট এলাকায় বিষখালী নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা স্থানীয় নেশাবআলীর একটি ইটের ভাটা (পাজায়) এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন খবর বাংলাকে জানান, বিষখালি নদীর তীরে পরিবেশ নষ্ট করে কয়েক বছর যাবৎ অবৈধভাবে কয়েকটি ইটের পাঁজা গড়ে তোলেন প্রভাবশালীরা।
গোপন সংবাদের ভিত্তিতে ওই পাঁজায় অভিযান চালানো হয় । এসময় পাঁজার মালিক নেসাব আালী কে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে পাজা পুরবে না বলে ভ্রাম্যমান আদালতের অঙ্গীকার নামায় মালিকপক্ষ (মুচলেকায়) স্বাক্ষর করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন জরিমানার টাকা পরিশোধ করা হয়েছে বলে তিনি জানান।
এছাড়াও ওই এলাকায় প্রভাবশালীরা আরো কয়েকটি অবৈধ ইটভাটা পরিচালনা করে আসছে বলে একাধিক অভিযোগ রয়েছে।
+ There are no comments
Add yours