১৩ লোহার সেতু নির্মাণে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

Estimated read time 1 min read
Ad1

পটুয়াখালী সদর উপজেলায় ১৩টি লোহার সেতু নির্মাণ প্রকল্পে নয়ছয়ের প্রাথমিক সত্যতা মিলেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে। 

 প্রয়োজন নেই এমনও স্থানে আয়রন ব্রিজ নির্মাণ প্রকল্প নেওয়া হয়। এমনকি বাতিলকৃত প্রকল্প নথি জালিয়াতির মাধ্যমে আবার কাজ শুরুরও অভিযোগ রয়েছে।

যদিও দুদকের অভিযানের আগেই অনিয়মের কারণে ৪ থেকে ৫টি ব্রিজের নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। 

গতকাল (১৮ ডিসেম্বর) দুদকের পটুয়াখালী অফিস থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। 

 দুদক জানায়, পটুয়াখালী সদর উপজেলায় ১৩টি আয়রন ব্রিজ নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এসময় প্রকল্প সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।

অভিযানে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলায় ১৩টি আয়রন ব্রিজ নির্মাণের অনিয়মের অভিযোগে এলজিইডির অভ্যন্তরীণ তদন্ত কমিটি কর্তৃক একটি তদন্ত করা হয়েছিল। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ৪ থেকে ৫টি ব্রিজ নির্মাণ বন্ধ করে বাকিগুলোর কাজ চলমান রয়েছে।

প্রকল্পের প্রয়োজনীয় রেকর্ডপত্র তলব করা হয়েছে, যা যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নিতে দুদক টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে। 

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours