চট্টগ্রাম ৩, সন্দ্বীপ উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ মাহফুজুর রহমান মিতা।
তার বিপরীতে ঈগল পাখি প্রতীক নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার জামাল উদ্দীন চৌধুরী।
গতকাল প্রতীক বরাদ্দ পাওয়ার পর দক্ষিন সন্দ্বীপের শিবের হাটে মিছিল করেন, ঈগল পাখী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার জামাল উদ্দীন চৌধুরীর কর্মীরা। তারা অভিযোগ করেন আমাদের মিছিলে অতর্কিত হামলার চেষ্টা করেন সারিকাইত ইউনিয়নের পনির চেয়ারম্যান ও তার সহযোগী মেহেরাব হোসেনের দলবল।
হামলার শিকার কর্মীরা জানান, আমরা হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে ঈগল পাখি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ডা: জামাল উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, আওয়ামীলীগ প্রার্থীর পুলিশকে দেয়া মিটিংয়ের সুচী অনুযায়ী পুর্ব নির্ধারিত এলাকা ছিল এনাম নাহার মোড়, ফলে তার কাছাকাছি আমরা কোন মিটিং রাখিনি।
আমরা মিটিং দিয়েছি তাদের নির্ধারিত এলাকা থেকে ১০ কিলোমিটার দূরে। কিন্তু তার কিছু কর্মী উদ্দেশ্যে প্রনোদিতভাবে আমাদের মিটিংয়ে অতর্কিত আমার কর্মীদের উপর হামলার করার চেষ্টা করে। যা নির্বাচনী মাঠে ভীতি সৃষ্টির অপচেষ্টার অংশ। ভোটকে আবাধ সুষ্ঠু ও উৎসবমুখর করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের যে অঙ্গিকার সেটি সমুন্নত রাখতে আমরা আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি। কিন্তু, সেটাকে দুর্বলতা ভাবলে, জনগণ তা প্রতিহত করবে।
সাবেক সাংসদ সরকারি প্রটোকল ব্যবহারের অভিযোগও করেন ডা: জামাল উদ্দীন চৌধুরী। তিনি আরো বলেন, অন্যায় অত্যাচার, কমশন বানিজ্য, মাদকের বিরুদ্ধে আমার অবস্থানের সাথে সন্দীপের আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে সকলে একাত্বতা ঘোষণা করেছে। এসব থেকে মুক্তির জন্য মানুষ ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে বিজয় চিনিয়ে আনবে বলে আমার বিশ্বাস।
+ There are no comments
Add yours