মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এ বিজয় শোভাযাত্রায় দলটির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক যোগ দেয়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিজয় শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শাহবাগ, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিন সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন। দুপুর ১টায় বিজয় শোভাযাত্রার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন সেখানে।
এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা দলটিকে এই কর্মসূচি পালনের অনুমতি দেন। অন্যদিকে শোভাযাত্রা করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে ১৯টি শর্তে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে শর্তসাপেক্ষে আওয়ামী লীগকে বিজয় শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
+ There are no comments
Add yours