জানুয়ারিতে আসছে নতুন ১৩ কর অফিস, নিয়োগ পাচ্ছে ৪ হাজার জনবল

Estimated read time 1 min read
Ad1

করের আওতা বাড়াতে নতুন ২৮টি কর অঞ্চল স্থাপন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর নতুন কর অঞ্চলের এলাকা ও প্রতিষ্ঠান পুনর্গঠন করা হয়েছে। তিন ধাপে কর অঞ্চল স্থাপনের পাশাপাশি নিয়োগ দেওয়া হবে প্রায় আট হাজার কর্মকর্তা-কর্মচারী।

 প্রথম ধাপে আগামী জানুয়ারিতে রাজধানীতে কর অফিস স্থাপনের কাজ শুরু হবে। পাশাপাশি ওই অফিস পরিচালনায় প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগেরও প্রক্রিয়া শুরু হচ্ছে।

এ সময় নতুন কর অঞ্চল- ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪ ও ২৫; কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট; ই-ট্যাক্স ব্যবস্থাপনা ইউনিট এবং উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের কার্যক্রম শুরু হবে।

দ্বিতীয় ধাপে নতুন সৃষ্ট চট্টগ্রামের কর অঞ্চল- ৫ ও ৬, কর অঞ্চল- কক্সবাজার, ফরিদপুর, নরসিংদী, যশোর, কুষ্টিয়া, দিনাজপুর ও নোয়াখালীর কার্যক্রম শুরু হবে।

 তৃতীয় ধাপে আন্তর্জাতিক ইউনিট, কর অঞ্চল- পাবনা, কর আপিল অঞ্চল- ৫ ও ৬, চট্টগ্রামের কর আপিল অঞ্চল- ২ এবং রংপুরের কর আপিল অঞ্চলের কার্যক্রম শুরু হবে।

প্রথম ধাপে আগামী জানুয়ারিতে রাজধানীতে কর অফিস স্থাপনের কাজ শুরু হবে। পাশাপাশি ওই অফিস পরিচালনায় প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগেরও প্রক্রিয়া শুরু হচ্ছে। এ সময় নতুন কর অঞ্চল- ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪ ও ২৫; কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট; ই-ট্যাক্স ব্যবস্থাপনা ইউনিট এবং উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের কার্যক্রম শুরু হবে।

এনবিআর সূত্রে আরও জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে গত ১৮ ডিসেম্বর এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে।

নতুন অফিসগুলোর মধ্যে ১৩টি ঢাকার বিভিন্ন এলাকা নিয়ে গঠিত হচ্ছে। এর মধ্যে কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ই-ট্যাক্স ব্যবস্থাপনা ইউনিট এবং উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট নামের বিশেষায়িত তিন অফিসের কার্যক্রম শুরু হবে। বাকিগুলো অঞ্চলভিত্তিক কর অফিস হবে।

গোয়েন্দা ও তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে আয়কর ফাঁকি উদঘাটন এবং রাজস্ব পুনরুদ্ধার সংক্রান্ত আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, আয়কর বিভাগের ডিজিটালাইজেশন ও অটোমেশন, যাবতীয় কার্যাবলি নিয়ে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট ও উৎস কর ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং উৎসে কর মনিটরিং সম্পর্কিত যাবতীয় কার্যাবলি নিয়ে গঠিত হবে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট।

ইংরেজি বর্ণমালার L ও S দ্বারা শুরু লিমিটেড কোম্পানি, P ও Q দিয়ে শুরু ঠিকাদার শ্রেণির কর মামলা এবং ঢাকা জেলায় কর্মরত ইংরেজি বর্ণমালার L থেকে S পর্যন্ত বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ঢাকা সিটি কর্পোরেশনের ২৩ ও ২৪নং ওয়ার্ডের কিছু এলাকা, ২৯, ৫৫, ৫৬ ও ৫৭নং ওয়ার্ডগুলো নিয়ে গঠিত হবে কর অঞ্চল- ১৭।

ইংরেজি বর্ণমালার J ও M দ্বারা শুরু লিমিটেড কোম্পানি, T দিয়ে শুরু ঠিকাদার শ্রেণির কর মামলা এবং ঢাকা জেলায় কর্মরত ইংরেজি বর্ণমালার J থেকে M পর্যন্ত বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর মামলা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ঢাকা সিটি কর্পোরেশনের ৬২, ৬৫, ৬৬, ৬৭ ও ৬৮নং ওয়ার্ডগুলো গঠিত হবে কর অঞ্চল- ১৮।

ইংরেজি বর্ণমালার P দ্বারা শুরু লিমিটেড কোম্পানি, K দিয়ে শুরু ঠিকাদার শ্রেণির কর মামলা এবং ঢাকা জেলায় কর্মরত ইংরেজি বর্ণমালার P বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর মামলা, বিভিন্ন চামড়া, কাগজ ও ইলেকট্রিক প্রতিষ্ঠান এবং ঢাকা সিটি কর্পোরেশনের ২১, ৩৭, ৩৮, ৩৯ ও ৩নং ওয়ার্ডগুলো গঠিত হবে কর অঞ্চল- ১৯।

ইংরেজি বর্ণমালার T দ্বারা শুরু লিমিটেড কোম্পানি, M দিয়ে শুরু ঠিকাদার শ্রেণির কর মামলা এবং ঢাকা জেলায় কর্মরত ইংরেজি বর্ণমালার I বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর মামলা, বিভিন্ন চামড়া, কাগজ ও ইলেকট্রিক প্রতিষ্ঠান এবং ঢাকা সিটি কর্পোরেশনের ৫০, ৫৯, ৬০ ও ৬১নং ওয়ার্ডগুলো নিয়ে গঠিত হবে কর অঞ্চল- ২০।

ইংরেজি বর্ণমালার B দ্বারা শুরু লিমিটেড কোম্পানি, U ও V দিয়ে শুরু ঠিকাদার শ্রেণির কর মামলা এবং ঢাকা জেলায় কর্মরত ইংরেজি বর্ণমালার B বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর মামলা, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং ঢাকা সিটি কর্পোরেশনের ১৭, ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ডগুলো নিয়ে গঠিত হবে কর অঞ্চল- ২১।

ইংরেজি বর্ণমালার E দ্বারা শুরু লিমিটেড কোম্পানি, N দিয়ে শুরু ঠিকাদার শ্রেণির কর মামলা এবং ঢাকা জেলায় কর্মরত ইংরেজি বর্ণমালার E বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর মামলা এবং ঢাকা সিটি কর্পোরেশনের ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯ ও ৫০নং ওয়ার্ডগুলো নিয়ে গঠিত হবে কর অঞ্চল- ২২।

ঢাকা জেলার N ও O ইংরেজি বর্ণমালা দ্বারা শুরু ঠিকাদার প্রতিষ্ঠান এবং ঢাকা সিটি কর্পোরেশনের ২৭, ২৮, ২৯, ৩১ ও ৩২ ওয়ার্ড নিয়ে গঠিত হবে ঢাকার কর অঞ্চল- ২৩।

ঢাকা জেলার সকল আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট, বার্ধক্য তহবিল, ইংরেজি বর্ণমালার R দ্বারা শুরু ঠিকাদার প্রতিষ্ঠান এবং ঢাকা সিটি কর্পোরেশনের ৫১, ৫২, ৫৩, ৫৪ ও ৫৮নং ওয়ার্ড নিয়ে গঠিত হবে ঢাকার কর অঞ্চল- ২৪।

ঢাকা জেলায় অবস্থিত ইংরেজি বর্ণমালার F, Q ও X দিয়ে শুরু লিমিটেড কোম্পানি ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং ঢাকা সিটি কর্পোরেশনের ৪৮, ৬৩, ৬৪, ৬৯, ৭০, ৭১ ও ৭২নং ওয়ার্ড নিয়ে গঠিত হবে ঢাকার কর অঞ্চল- ২৫।

আন্তর্জাতিক ‍চুক্তি, ট্রান্সফার প্রাইসিং ও মানি লন্ডারিং সম্পর্কিত কার্যাবলি নিয়ে আন্তর্জাতিক কর ইউনিট, চট্টগ্রাম জেলায় অবস্থিত ইংরেজি বর্ণমালার B,T, I ও V দিয়ে শুরু লিমিটেড কোম্পানি ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১১, ১৫, ২২, ২৪, ২৮ ও ৩২নং ওয়ার্ড নিয়ে চট্টগ্রামের কর অঞ্চল- ৫; চট্টগ্রাম জেলায় অবস্থিত ইংরেজি বর্ণমালার K, N, P ও Z দিয়ে শুরু লিমিটেড কোম্পানি ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১, ২, ৩, ১৬, ৩৪ ও ৩৬নং ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম কর অঞ্চল- ৬; কক্সবাজার জেলার করদাতা নিয়ে কর অঞ্চল- কক্সবাজার; নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার সকল ধরনের করদাতাদের জন্য কর অঞ্চল- নরসিংদী; গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা নিয়ে কর অঞ্চল- ফরিদপুর; যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলা নিয়ে কর অঞ্চল-  যশোর; কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার কোম্পানি ও বৈতনিকসহ সকল করদাতা নিয়ে কর অঞ্চল- কুষ্টিয়া; দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা নিয়ে কর অঞ্চল- দিনাজপুর এবং নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা নিয়ে কর অঞ্চল- নোয়াখালী গঠিত হবে।

পাবনা ও নাটোর জেলার ব্যক্তি ও কোম্পানির করদাতা নিয়ে কর অঞ্চল- পাবনা; কর আপিল অঞ্চল- ৫ ও ৬; চট্টগ্রামের কর আপিল অঞ্চল- ২ এবং রংপুরের কর আপিল অঞ্চলের কার্যক্রম শুরু করা হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours