কামাল পারভেজ অভি, স্টাফ রিপোর্টারঃ
সৌদিআরব থেকে যে সকল অভিবাসী দেশে ছুটিতে গিয়ে ভিসার মেয়াদ উত্তীর্ণরা আগামী তিনবছর পর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট জেনারেলঅধিদপ্তর (জাওয়াজাত)।
রবিবার দেশটির পাসপোর্ট জেনারেল অধিদপ্তর এ ঘোষণা করেছে।
যারা পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে নতুন কাজের জন্য ভিসা নিয়ে ফিরে আসবেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
সৌদি আরবের পাসপোর্ট জেনারেল অধিদপ্তর (জাওয়াজাত) স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেসব প্রবাসীরা এক্সিট রিএন্ট্রি ভিসায় সৌদি আরব ছেড়ে চলে গিয়েছিল এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসেন নি,তারা আগামী তিন বছরের জন্য সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।
অর্থাৎ যেসব প্রবাসীরা দেশে আসার পর ভিসার নির্দিষ্ট মেয়াদকালে সৌদিতে প্রবেশ করতে ব্যর্থ হবে তাদেরকে পরবর্তী তিনবছর সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।
বহু বিদেশী যারা ছুটি এবং পুনরায় প্রবেশের ভিসায় দেশ ছেড়ে চলে যাওয়ার পরে কিংডমে ফিরে আসতে চান, এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসতে পারেন নি তাদের প্রশ্নের জবাবে জাওয়াজাত আজ রবিবার এই ঘোষণাটি জানিয়েছেন।
+ There are no comments
Add yours