গরুর গলায় ঘণ্টা বাঁধা হবে নাকি হবে না, এ নিয়ে চলছে গণভোটের প্রস্তুতি! এমন অবাক করা ঘটনাটি ঘটেছে সুইজারল্যান্ডের আরওয়ানজেন নামে একটি গ্রামে।
জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে আরওয়ানজেন গ্রাম থেকে অভিযোগ ওঠে; গরুর গলায় বাঁধা ঘণ্টার শব্দে রাতে ঘুমাতে পারছেন না সেখানকার অধিবাসীরা।
মূলত, এক আবাসিক এলাকার পাশে মাঠে এক খামারে ১৫টি গরু ছিল। এর পাশেই এক অ্যাপার্টমেন্টে যারা থাকেন, তারাই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের দাবি গরুগুলোর গলায় বাঁধা ঘণ্টা রাতের বেলায় কৃষকেরা যেন খুলে নেন।
কিন্তু গরুর গলায় বাঁধা ঘণ্টা সুইজারল্যান্ডে ঐতিহ্যবাহী এক প্রতীক হিসেবে স্বীকৃত। এর ফলে, গরুর গলা থেকে ঘণ্টা খুলে নেওয়ার আবেদনে স্থানীয়দের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। শেষ পর্যন্ত এ নিয়ে ভোটের দাবিও ওঠে।
মেয়র মজা করে বলেন, জানতে পারলাম এরাও মানুষকে বিরক্ত করতে পারে! এছাড়া বিষয়টি যে সাধারণ মানুষের মধ্যে এত প্রতিক্রিয়া তৈরি করেছে তাও তাকে অবাক করেছে।
+ There are no comments
Add yours