ফটিকছড়িতে শীতার্তদের পাশে তারুন্য নির্ভর সংগঠন তাজকিয়া

Estimated read time 1 min read
Ad1

আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন-তাজকিয়া’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সুন্দর বন্দনা দিবস উপলক্ষে সংগঠনের কেন্দ্রিয় সহ-সভাপতি আবু সালেহ সুমনের সভাপতিত্বে ও তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের সঞ্চালনায় চট্টগ্রাম ফটিকছড়িস্থ বারমাসিয়া এলাহি নুর চা বাগানের শিশু শিক্ষা নিকেতন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এতে প্রায় দেড় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্টানের শুরুতে পবিত্র কুর’আন তিলাওয়াত করেন মোহাম্মদ রুহুল্লাহ, নাতে রাসুল (সাঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন শুভাকাঙ্ক্ষী নাজমুল হাসান রোমান।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রিয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাঈন উদ্দীন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, এলাহি নুর চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ তোহা।

অতিথিরা বলেন, ‘সম্প্রদায়িকতা সম্প্রীতি ঊর্ধ্বে থেকে মানবতার কল্যাণে কাজ করায় হল সকল ধর্মের সারকথা’।

এতে আরো উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ পিয়ারুল ইসলাম, মোহাম্মদ রমিজ উদ্দিন, ইরফান হাসান, শাহেদুল ইসলাম, ডা: এম এ হাসনাত আয়মান, নাজমুল হাসান রোমান, জাবেদুল হক সাইমন, মোঃ মিরাজ, মোঃ রিহান, সৈয়দ সামি উদ্দিন রাহী প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours