গীতা শিক্ষক পর্ষদের সমন্বয় সভা অনুষ্টিত

Estimated read time 1 min read
Ad1

সুধীর চন্দ্র দাশ,স্টাফ রিপোর্টার, কক্সবাজার: বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদ্, চকরিয়া উপজেলা ও ডুলাহাজারা ইউনিয়নের গীতা শিক্ষক পর্ষদ্ এর সমন্বয সভা ডুলাহাজারা বাগানপাড়া কেন্দ্রীয় হরি মন্দিরে ২০ ডিসেম্বর সন্ধায়গ সুষ্ট ও সুন্দর ভাবে অনুষ্টিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গীতাস্কুলের দায়িত্বরত শিক্ষকদের সরাসরি কেন্দ্রীয় শিক্ষক পরিষদের অধীনে পরিচালিত করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার শুভ উদ্বোধন করেন মনোরন্জন দে গণেশ,প্রতিষ্ঠাতা বাংলাদেশ সনাতনী সেবক সংঘ। প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা নন্দন পাল,প্রধান বক্তা ছিলেন সুধীর চন্দ্র দাশ,সাধারণ সম্পাদক বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা,বিশেষ অতিথি বিশ্বজিৎ বৈষ্ণব,সাধারণ সম্পাদক, বাংলাদেশ সনাতনী সেবক চকরিয়া উপজেলা শাখা, রঞ্জিত কৃষ্ণ দাশ রঞ্জু,সভাপতি ৩নং ফাঁসিয়াখালী লামা বান্দরবান,প্রভাষক বিপ্লব দাশ,সাধারন সম্পাদক,চকরিয়া পৌরসভা,রঘুনাথ কর যুগ্ন- সম্পাদক,কাকারা ইউনিয়ন, যিশু দে সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলা ছাত্র পরিষদ,শিক্ষকদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ আলোচনা করেন সুমিত রায়, কার্যকরি সভাপতি কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদ, বিষ্ণু ধর-সহ: সভাপতি কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদ, শ্যামল নাথ, কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদ, সনেট শর্মা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষক গীতা পর্ষদ্, কৃষ্ণ দে যুগ্ন- সাধারণ সম্পাদক কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদ্, দীপ্ত ঘোষ সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদ টিটন কান্তি দাশ, সহ-সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদ, সুজন শীল, সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদ, মাইকেল শীল অর্থ সম্পাদক, কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদ, সত্যজিৎ পাল সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদ, টুটুল দাশ পরীক্ষা নিয়ন্ত্রক, কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদ, সৌরভ নাথ সদস্য, ফটিকছড়ি গীতা শিক্ষক পর্ষদ, সঞ্জয় দাশ সাধারণ সম্পাদক; বাংলাদেশ সনাতনী সেবক সংঘ,ডুলাহাজারা ইউনিয়ন শাখা, শিক্ষক পর্ষদ্, উপস্থিত ছিলেন গীতা শিক্ষক, সজল দে ঈসান দে, কৌশিক দাশ গুপ্ত, ইমন দে,যজ্ঞেশ্বর দে,মিটন দে,নিউটন দেবনাথ,শয়ন দেবনাথ ও মৃদুল দে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours