নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী এড.জাহাঙ্গীর কবির নানক রোববার (৩১জানুয়ারী) কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের সকল আন্দোলন-সংগ্ৰামে অগ্ৰনী ভূমিকা রেখেছে গৌরবের সৌধ প্রতিষ্ঠা ছাত্রলীগ।এই গৌরবগাথাকে আরো গৌরবময় করে সমুজ্জ্বল করতে হবে।
আওয়ামীলীগের এই প্রেসিডিয়াম সদস্য ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই জন্য বিভেদ না রেখে ছাত্রলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তোমরাই আগামীর কর্ণধার। তাই নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে রাজনীতির পাশাপাশি পড়ালেখা, নানা জ্ঞান অর্জন, নিজেকে পরিচ্ছন্ন মানুষ হিসেবে তৈরি করতে হবে। মানুষের সেবা করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পরিপূর্ণ হবে তোমাদের মাধ্যমে, এবং জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টা সার্থক হবে।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক কর্মসূচি উদ্বোধন করেন। কোরআন তেলাওয়াত ওগীতাপাঠ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি এম এম সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল(অব) ফোরকান আহমদ।
আলোচনার শেষে এক বিশাল র্যালী বের হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।র্যালীটি শহীদ দৌলত ময়দান থেকে শুরু হয়ে বার্মিজ মার্কেট হয়ে শহীদ দৌলত ময়দানে গিয়ে শেষ হয়।
রাতে দেশাত্মবোধক গানের এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কক্সবাজার শহরে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এরই মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়।
+ There are no comments
Add yours