রংপুর মহানগরীতে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপির অঙ্গ-সহযোগী তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে আতঙ্ক ছড়াতে নগরীর দুটি স্থানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় হরতাল আহ্বানকারীরা এক সাংবাদিককে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
আজ (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর সিটি বাজার সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে নগরীর সিটি বাজার সংলগ্ন সড়ক থেকে হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর আজাদ হোমিও হলের কাছে পাঁচপীরের দরগাহ এসে শেষ হয়।
এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করেন মিছিলকারীরা। ককটেল বিস্ফোরণের ভিডিও করার সময় দেশ টিভির জেলা প্রতিনিধি আবু আসলামকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগরীর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, এ রকম ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এরপর বিস্তারিত বলতে পারব।
+ There are no comments
Add yours