আমরা চরম নিরপেক্ষ বলে কেউ রেহাই পাবে না : ইসি আনিছুর

Estimated read time 1 min read
Ad1

ভোটকেন্দ্রে না যাওয়ার প্রচারণা চালিয়ে লিফলেট বিতরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, বড়-ছোট সবাইকে আমরা একইভাবে দেখছি। সে ক্ষেত্রে আমরা নিরপেক্ষ অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কোনো শঙ্কা, ভয়ভীতি বা আনুকূল্য নেই। আমরা চরম নিরপেক্ষ বলে কেউ রেহাই পাবে না।’

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা দরকার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। বড়-ছোট সবাইকে আমরা একইভাবে দেখছি। সে ক্ষেত্রে আমরা নিরপেক্ষ অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কোনো শঙ্কা, ভয়ভীতি বা আনুকূল্য নেই। আমরা চরম নিরপেক্ষ বলে কেউ রেহাই পাবে না।’

 স্বতন্ত্র প্রার্থীরা মাঠে দাঁড়াতে পারছে না। ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন আচরণবিধি মানাতে পারছেন না–এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘আমরা পারছি না, এতে একমত হতে পারছি না।

এরই মধ্যে বিভিন্ন জেলা ঘুরে এসেছি। আচরণবিধি বাস্তবায়ন হচ্ছে। আজও আমরা কিছু কঠোর সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করেছি। আরও কিছু তথ্য চেয়েছি। আগামীকাল (তথ্য) পেলে দেখবেন যে কিছু কঠোর সিদ্ধান্তে চলে যাব।’

যদি ব্যত্যয় হয় তাহলে কোন ব্যবস্থা নেবেন–এমন প্রশ্নে আনিছুর রহমান বলেন, ‘দায়িত্বে অবহেলা হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই আমরা ছাড় দেব না। প্রার্থিতা বাতিল হবে, কোনো না কোনো জায়গায় কারও না কারও। এইটুকু আভাস আমি দিয়ে রাখলাম।’

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours