‘জিকিরে গাউসুল আজম মাইজভান্ডারি’ মাহফিল অনুষ্ঠিত

Estimated read time 0 min read
Ad1

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি ফরহাদাবাদ শাখার ব্যবস্হাপনায় কেন্দ্রীয় সমন্বয় কমিটির নির্দেশিত জিকিরে গাউছুল আজম মাইজভান্ডারি মাহফিল গতকাল ২২ ডিসেম্বর শুক্রবার বাদে মাগরিব হতে ঐতিহ্যবাহী ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ময়দানে মো: লালন ওসমানের সভাপতিত্বে সালাউদ্দিন মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে মেহমানে আলা হিসাবে উপস্থিত ছিলেন আমিরে মোন্তাজেম আলহাজ্ব শাহসুফী সৈয়দ মুনিরুল হক (রহ:) এর স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ মোন্তাজেম ও সাজ্জাদানসীন আলহাজ্ব শাহসুফী সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার ও আলহাজ্ব শাহসুফী সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারি (ম).উদ্বোধক সংগঠনেে কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহবায়ক কাজী জানে আলম বাবুল, অতিথি ছিলেন ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইন্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী, প্রধান শিক্ষক মাহবুবুল আলম,সংগঠনের সচিব নাজমুল হাসান শিমুল, যুগ্ম আহবায়ক মফিজুল আলম,এস এম কাইছার,মাওলানা হাছান,সদস্য নুরুল কবির মাসুদ, মোস্তাফা কাইসার সুজন,মোবারক হোসেন, আবছার উদ্দিন রুবেল,সুলতান আহমদ সহ ফরহাদাবাদ দরবার শরীফের আওলাদ বৃন্দ, স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ,,সংগঠনের বিভিন্ন দায়রা শাখার নেতৃবৃন্দ, হাফেজ ওসমান সিদ্দিকী র কোরান তেলাওয়াত, মাষ্টারমো. ওসমান গনি রিমন নাতে মোস্তাফা( সা :)ও সাইফুল আজম,হাফেজ আতাউল্লাহ,লোকমান হাকিম,আবদুর রহিম এর শানে গাউছুল আজম মাইজভান্ডারি পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে তকরিব পেশ করেন শায়কুল হাদিস আল্লামা ইব্রাহিম আল কাদেরী,ড.এ এস এম বোরহান উদ্দিন, ড. সাইফুল আজম বাবার আল আজহারী,মাওলানাা মইনউদ্দিন আলকাদেরী,মাওলানা হোসাইন আলকাদেরী, হাফেজ মাওলানা রাশেদ উল্লাহ। উপস্থিত ছিলেন,মাওলানা জহুরুল হক এড. সফিউল আজম,এড. মনজুরুল ইসলাম,সহ সংগঠনের সদস্য নিজাম মোরশেদ, নবী আলম,রনি মুহুরী,মামুন, মহিউদ্দিন, শাহাদাত, আনোয়ার,হামিদ, ইমন, আমিনুল হক, হৃদয়,তানভীর, ইকবাল,আরিফ,সামী,রফিক এমরান,তাইফু,হাছান,বাবলু,ইদ্রিস সহ সদস্যবৃন্দ।

এসময় সংগঠনের পক্ষ হতে বিভিন্ন প্রতিষ্টানকে আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদন করা হয়, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে এবাদত খানা নির্মান বাবদ ২ লক্ষ, নুর আলী মিয়া জামে মসজিদে ২ লক্ষ, রহম আলী শাহ মাজার পুননির্মাণে ১ লক্ষ টাকা, মোহাদীয়া মহিলা মাদ্রাসায় শিক্ষা বৃত্তি ১০হাজার,নুর আলি শাহ মাদ্রাসা ২০ হাজার,বেওয়ারিশ রোগীর চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্রে ১০ হাজার টাকা প্রদান করেন সংগঠনের সম্মানিত সচিব নাজমুল হাসান মাহমুদ শিমুল,, পরিশেষে মাওলানা ওসমান গনির মিলাদ তাওল্লাদে গাউছিয়া মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours