নির্বাচনী প্রচার শুরুর পর থেকে সংঘাত-সহিংসতা শুরু হয়েছে বেশ কয়েকটি এলাকায়। এর মধ্যে একের পর এক সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসন।
সাতকানিয়ায় সহিংসতার জন্য এবার ঢাকা থেকে অস্ত্র আনা হয়েছে বলে দাবি করেছেন সাতকানিয়া আসনের সংসদ সদস্য এবং নৌকা প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী।
শনিবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে ৯টি আসনের প্রার্থীদের নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের মতো বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় নদভী বলেন, আমার নামে অভিযোগ করেছে আমি নামাজ পড়াতে পারব না। জুমার খুতবা দিতে পারব না। নামাজ পড়ানো, জুমার খুতবা দেওয়া এটা কী নির্বাচনী আচরণবিধিতে খারাপ? আমি এ প্রশ্ন করেছি। আমি ইসলামি কাজ করি, একজন আলেমদার হিসেবে সারা দুনিয়াতে আরবিতে লেকচার দিই। আমি নামাজ পড়াব। সেখানে তো কোনো নির্বাচনী প্রচার-প্রচারণা করা হয় নাই। আমি এটা বলেছি।
তিনি বলেন, নৌকার গণজোয়ার সহ্য করতে না পেরে স্বতন্ত্র প্রার্থীও অস্ত্রধারী সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে। আমি ডক্টর নদভী এমপির পক্ষের হওয়ায় তারা আমাকেও মেরে ফেলার জন্য এই হামলা করে। ঢাকায় বসে থাকা একজন গডফাদারের উস্কানিতে সাতকানিয়ায় রক্ত ঝরছে।
+ There are no comments
Add yours