জাতীয় নির্বাচনে দুই চ্যালেঞ্জে পুলিশ

Estimated read time 1 min read
Ad1

জাতীয় নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি ভাঙার প্রতিযোগিতা যেন ততই বাড়ছে। অনেক আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সহিংসতা-সংঘাত হচ্ছে।

এই ডামাডোলের মধ্যে নির্বাচন ‘ঠেকাতে’ চলছে জ্বালাও-পোড়াওয়ের মতো নাশকতা। আন্দোলনরত বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল-অবরোধ কর্মসূচিতে যানবাহন ও স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে, চলছে ককটেলবাজিও। এমন পরিস্থিতিতে দুই ধরনের চ্যালেঞ্জে পড়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সারা দেশে পুলিশকে সতর্ক থাকতে হচ্ছে। রাস্তাঘাট দখল করে যাতে প্রচার না হয়, যে কোনো ধরনের জনভোগান্তি যাতে না হয়, প্রার্থীদের এই নির্বাচনী আচরণবিধি মানাতে দায়িত্ব পালন করতে হচ্ছে।

এর পরও প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষ যাতে না হয় এবং তা হয়ে গেলে মামলার তদন্ত, আসামি গ্রেপ্তারেও সময় দিতে হচ্ছে। প্রতিদিনের নিয়মিত কাজের পাশাপাশি নির্বাচন কমিশন নির্ধারিত দায়িত্ব পালন করতে হচ্ছে। এর বাইরে নির্বাচন বানচাল করতে নানা নাশকতা চালানো হচ্ছে।

এই নাশকতা ঠেকানো এবং নাশকতাকারীদের আইনের আওতায় নিতে কাজ করতে হচ্ছে পুলিশকে। বড় ধরনের নাশকতা ঠেকাতেও সতর্ক থাকতে হচ্ছে। জাতীয় নির্বাচনে একসঙ্গে এ দুই দায়িত্ব পালন চ্যালেঞ্জ হিসেবেই নেওয়া হয়েছে। সেই চ্যালেঞ্জ উতরে যাওয়ার সক্ষমতা পুলিশ বাহিনীর রয়েছে।

নির্বাচন আচরণবিধি মানানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাসহ সার্বিক বিষয় নিয়ে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে চলেছে। গত বৃহস্পতিবার ঢাকা ও আশপাশের এলাকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কমিশন। ওই বৈঠক থেকে বেরিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘অন্যান্য জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশ, অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্টেকহোল্ডারদের একমুখী সমস্যা থাকে—সেটা হলো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের আচরণবিধি মানতে বাধ্য করা এবং নির্বাচনে সহিংসতাপূর্ণ পরিবেশ এড়িয়ে সুষ্ঠু ভোট আয়োজন করা। এবারের জাতীয় নির্বাচনে আরেকটি অতিরিক্ত বিষয় যুক্ত হয়েছে, সেটি হচ্ছে—নাশকতা, আতঙ্ক ও শঙ্কা সৃষ্টি করার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours