নির্বাচনী প্রচারণায় গিয়ে জনগণের তোপের মুখে পড়েছেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।
তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ঘটনার এক মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে জলঢাকার গোলমুন্ডা ও বালাগ্রাম বাজারে গণসংযোগে গেলে তোপের মুখে পড়েন তিনি। এ ঘটনার এক মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ওই ভিডিওতে দেখা যায় নেতা-কর্মীদের নিয়ে জনসংযোগ করার সময় স্থানীয় ভোটাররা রানা মোহাম্মদ সোহেলের কাছে জানতে চান, তিনি বিগত পাঁচ বছরে এলাকার কি উন্নয়ন করেছেন, কতটা খবর রেখেছেন স্থানীয় জনগণের।
আবারো কেন তাকে ভোট দেওয়া হবে। এমন নানা প্রশ্নের জবাবে রানা মোহাম্মদ সোহেলকে বলতে শোনা যায়, ‘আমি দুর্নীতি যেহেতু করি নাই, টেন্ডারবাজি করি নাই, মামলাবাজি করি নাই, পয়সা নেই নাই। একটা ছুটে গেছে, যোগাযোগ রাখি নাই। সেটা কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ।’
এদিকে রানা মোহাম্মদ সোহেলের নির্বাচনী পোস্টারে লেখা রয়েছে ‘জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ প্রার্থী। এমন লেখা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে মার্জিয়া সুলতানা বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে থাকার পরও তিনি কীভাবে দুইটি দলের সমর্থনে প্রার্থী হয়েছেন। এ কারণে আমি নির্বাচনী অনুসন্ধান কমিটিতে বরাবর অভিযোগ দিয়েছি। আশা করি তারা বিষয়টি দেখবেন।
+ There are no comments
Add yours