মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

Estimated read time 0 min read
Ad1

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ বাহিনী।

দেশটির কোতো টিঙ্গি জেলা থেকে দলবদ্ধভাবে তাদের আটক করা হয়। সোমবার (২৫ ডিসেম্বর) সংবাদমাধ্যম দ্যা স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলার পুলিশ প্রধান জানান, গত ২০ ডিসেম্বর তাদের আটক করা হয়। আটকের পর ওইদিনই তাদের বিরুদ্ধে মালয়েশিয়ান আর্মড ফোর্স (এমএএফ) অভিযোগ দাখিল করে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক বাংলাদেশিরা নিকটস্থ বায়ু দামাই পুলিশ স্টেশনে যাচ্ছিলেন। এ স্টেশনটি তাদের হোস্টেল থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। আটক এসব বাংলাদেশি তিন থেকে ছয় মাস আগে মালয়েশিয়া এসেছেন। তবে তারা এখনও কাজের সন্ধান পাননি। এজন্য তারা এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছিলেন।

 জেলা পুলিশের প্রধান এক বিবৃতিতে বলেন, আটক ব্যক্তিদের সকলের কাছে বৈধ কাগজপত্র রয়েছে। এটা স্পষ্ট যে তাদের এজেন্সি তাদের যথাযথ কাজের ব্যবস্থা করে দিতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours