সাগরকন্যা খ্যাত চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ জন প্রতিদ্বন্দ্বীতায় অংশগ্রহণ করলেও আওয়ামী লীগের দুই নেতার একজন আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রার্থী সাবেক সাংসদ মাহফুজুর রহমান মিতা, অন্যজন স্বতন্ত্র (ঈগল) প্রার্থী আওয়ামী লীগের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন স্বাধীনতার চিকিৎসা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার জামাল উদ্দীন চৌধুরীর প্রচার প্রচারণা বিশেষভাবে লক্ষ্যনীয়।
এই দুই প্রার্থীর মধ্যে স্বতন্ত্র (ঈগল) প্রার্থী ডাক্তার জামাল উদ্দীন চৌধুরী নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থীর বিরুদ্ধে বারংবার নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগ করে আসছেন। গতকাল ২৫ ডিসেম্বর ২০২৩ ইং ডাক্তার জামাল উদ্দীন তার বাসভবনে এক আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা ও সহিংসতা সৃষ্টির উস্কানীর অভিযোগ করেন।
তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী একাধিক মনোনয়ন প্রত্যাশী থেকে একজনকে মনোনয়ন দিয়ে দলের অন্যান্য যোগ্য প্রার্থীদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্দেশনা দিয়েছেন। মাননীয় সভানেত্রী বলেছেন মনোনয়ন পেলেও জনপ্রিয়তা যাছাইয়ের মাধ্যমেই নির্বাচিত হয়ে আসতে হবে। একইভাবে নির্বাচনকে অংশগ্রহণমুলক করতে দলের সাধারণ সম্পাদকও একই বার্তা দিচ্ছেন বারংবার।
নির্বাচন কমিশনও অবাধ নির্বাচনের বিষয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। কিন্তু, আমার প্রতিদ্বন্দ্বী সাবেক সাংসদের কমিশন বানিজ্য, লুটপাট ও দুর্নীতির কারণে জনপ্রিয়তা হারিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পাচ্ছে। বেপরোয়া হয়ে উঠেছে। গণজোয়ার সহ্য করতে না পেরে তারা আমার নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করছে, ভয় ভীতি প্রদর্শন, হামলা ও রক্তপাত করছে। ১৮ তারিখ প্রচারণা শুরুর পর থেকে ৫টি সহিংসতা সৃষ্টির অভিযোগ করেন স্বাচিপ সভাপতি।
ইতিমধ্যেই ৬ জন আসামী গ্রেপ্তার হয়েছে বলে জানান। তিনি আরও জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে বাধাসৃষ্টি ও হামলাকারী সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সাংসদের বিরুদ্ধে ব্যাপক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন। বিশেষ করে সরকারি প্রটোকল ব্যবহার, এবং প্রতি ইউনিয়নে একটি নির্বাচনী অফিসের পরিবর্তে একাধিক নির্বাচনী অফিস স্থাপন, এবং ভয় ভীতি সৃষ্টির অপচেষ্টার কথা বলেন।
বিষয়গুলো নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট বিভাগগুলোতে জানানো হয়েছে। তাদের কাছ থেকে দ্রুত প্রতিকার আশা করছেন বলে জানিয়েছেন এই হেবিওয়েট প্রার্থী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আর টিভি, যমুনা টিভি, বিজয় টিভি, দৈনিক মানবকন্ঠ, দৈনিক সমকাল, প্রথমআলো, যায়যায়দিন, প্রতিদিনের সংবাদ, পুর্বদেশ, খবরবাংলা২৪, সন্দ্বিপ সংযোগ, দ্বীপনগর প্রতিদিন, সন্দ্বীপ২৪ প্রতিনিধিসহ সন্দ্বীপের স্থানীয় সাংবাদিকবৃন্দ।
+ There are no comments
Add yours