ক্রিশ্চিয়ানো রোনালদো, ৩৮ বছর পেরিয়ে গেলেও কমেনি সিআরসেভেনের গোল করার ক্ষুধা।
ক্যারিয়ারে অষ্টমবারের মতো এক বছরে কমপক্ষে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ তারকা। আর মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জোড়া গোল করে এ বছরে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে উঠেছেন রোনালদো।
চলতি বছর সর্বমোট ৫৩ গোল করেছেন তিনি। পর্তুগালের জার্সিতে ১০ গোল করার পাশাপাশি সৌদি ক্লাব আল নাসরের হয়ে করছেন ৪৩ গোল। এ বছর তার চেয়ে বেশি গোল নেই আর কোনো ফুটবলারের।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর পর রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইন ও পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। দুজনে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে করেছেন ৫২ গোল।
এ বছর বায়ার্ন ও পিএসজির আর কোনো ম্যাচ না থাকায় রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই কেইন ও এমবাপ্পের। তবে আল নাসর তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের।
+ There are no comments
Add yours