দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদীয় আসন (২৮০), চট্টগ্রাম ৩ সন্দ্বীপ উপজেলা থেকে সকল সংসদ সদস্য প্রার্থীর সাথে বৈঠক করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম(সেবা)।
আজ বেলা ১টায় সন্দ্বীপ থানায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ৮ জন প্রার্থীর সাথে পুলিশ সুপারের বৈঠকে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ানুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ এন এম ওয়াসিম ফিরোজ, এবং সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির হোসেন।
বৈঠকের বিষয়ে পুলিশ সুপার জানান, আমরা সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা ও কার্যক্রম পরিচালনার নির্দেশনা পুণ:ব্যক্ত করেছি। এবং আবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা স্বরণ করিয়ে দিয়ে পরষ্পরকে আইন মেনে সহযোগিতার করার নির্দেশ দিয়েছি।
বৈঠকের পুর্বে তিনি গত ২৪শে ডিসেম্বর ২০২৩ ইং সন্তোষপুরে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার জামাল উদ্দীন চৌধুরীর নেতা কর্মীদের উপর সহিংসতা ও রক্তপাত সংঘটনের স্থান পরিদর্শন করেন।
+ There are no comments
Add yours