
২০২২-২০২৩ অর্থবছরে রেকর্ড ৩১ লাখ যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০২১-২০২২ অর্থবছরে এ সংখ্যা ছিল ২২ লাখ।
এ সময়ে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মার্কেট শেয়ার ছিল ২২ শতাংশ। বিগত অর্থবছরে বিমান ২১টি আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়েছে। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় বিমান বোর্ডের সদস্যরা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
এছাড়া বিগত অর্থবছরে বিমান ৩০ হাজার ৩০৫টি আন্তর্জাতিক ফ্লাইটে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রদান করেছে এবং গ্রাউন্ড হ্যান্ডলিং খাতের প্রশংসাসূচক সনদ অর্জন করেছে। বিমানকে স্মার্ট এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে অনলাইন টিকিটিং, ওয়েব চেক-ইন, মোবাইল অ্যাপস, লয়্যালটি ক্লাবসহ অন্যান্য অনলাইন সেবার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। ডলারের মূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির মধ্যেও সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
+ There are no comments
Add yours