চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় আলুর আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মূল্য তালিকা ও ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় চারটি আড়তের মালিককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করা ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, কুসুমপুরা ট্রেডার্স, মামুন ট্রেডার্স, শাহ আমানত ট্রেডার্স ও ইউসুফ ট্রেডার্স।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পেপারলেস বিজনেস করা যাবে না। আমরা সবসময় বলি সকল ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় রশিদ এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করার জন্য। কিন্তু দেখা যায়, একটি চক্র সিন্ডিকেট করে ব্যবসা পরিচালনা করেন। এটি কখনোই কাম্য নয়।
+ There are no comments
Add yours