দ্বাদশ সংসদ নির্বাচনে কংগ্রেসের মনোনীত প্রার্থী নাসির উদ্দীন তালুকদারের বিরুদ্ধে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে ৩৬ লাখ টাকা আত্মসাতের মামলা করেছেন মো. সাইফুল্লাহ নামে এক ভুক্তভোগী। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশিকুর রহমানের আদালতে দায়ে করা মামলায় নাসির উদ্দীন তালুকদারসহ তার পরিবারের আরও ৬ জনসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, সদর উপজেলার জৈনকাঠী এলাকার মৃত হাকিম হাওলাদারের ছেলে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দীন তালুকদার (৪৮), রুস্তুম আলী সরদারের ছেলে মোস্তফা জামাল (৫৫), মৃত ওচমান তালুকদারের ছেলে আব্দুল হাই তালুকদার (৬৫), নাসির উদ্দীন তালুকদারের স্ত্রী লাইজু পারভীন (৪০), টাউন জৈনকাঠী এলাকার এনছান আলী হাওলাদারে ছেলে এনায়েত হোসেন (৬০), গুলবাগ এলাকার নুরুল ইসলামের স্ত্রী কাকুলী (৩৫) এবং দক্ষিণ সবুজবাগ এলাকার সামশুল হক মোল্লার ছেলে সহিদুল ইসলাম (৪০)।
এদিকে আজ দুপুরের আদালত প্রাঙ্গণে প্রতারকের বিচার চেয়ে জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী প্রায় অর্ধশতাধিক নারী ও পুরুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ও মামলার বাদী সাইফুল্লাহ, ভুক্তভোগী পাখি আক্তার, রুহুল আমিন, জাহানুর বেগম ও শাহিনুর বেগম।
+ There are no comments
Add yours