চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি বস্তিতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধা ঘণ্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (কাপ্তাই-জোন-৩) মো. আব্দুল্লাহ হারুন পাশা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মুরাদপুর এলাকার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে আফজাল বস্তি, বাবু দাশ কলোনিতে রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পৌঁছায়। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে আফজাল কলোনির ১০টি কাঁচা ঘর, বাবু দাশ কলোনি, রুবেলের দোকান ও ঘর মিলিয়ে প্রায় ১২টি ঘর পুড়ে গেছে। সব মিলিয়ে এখানে প্রায় ৩০টি ঘর আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
+ There are no comments
Add yours