
বাইরে গ্রাহক দাঁড়িয়ে থাকলেও মনোযোগ দিয়ে মোবাইলে গেম খেলছেন ব্যাংক কর্মকর্তা।
প্রায় দেড় ঘণ্টা গ্রাহককে বাইরে অপেক্ষায় রেখে মোবাইলে গেমস খেলার অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির সোনালী ব্যাংক শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে।
সোনালী ব্যাংকের টঙ্গীবাড়ী শাখার ওই কর্মকর্তার নাম আসাদুজ্জামান বিদ্যুৎ। বাবু হাওলাদার নামে এক ইউপি সদস্যকে প্রায় দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রেখে ব্যাংকের ডেস্কের ভেতরে মোবাইল ফোনে গেম খেলায় ব্যস্ত ছিলেন এই কর্মকর্তা।
জানা গেছে, তার বিরুদ্ধে এর আগেও এমন অনেক অনিয়মের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকা গ্রাহক বাবু হাওলাদার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় একজন সাংবাদিক।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আসাদুজ্জামান বিদ্যুৎ ২৭ ডিসেম্বর গণমাধ্যমকে জানান, তিনি দুপুরের খাবার খেতে যাওয়ায় ওই ইউপি সদস্যকে চেক দিতে দেরি হয়েছে। তিনি মোবাইলে কোনো গেম খেলেননি।
এর আগেও বিভিন্ন সময়ে এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। একজন উচ্চ পদস্থ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করেন না বলেও জানান তারা।
+ There are no comments
Add yours