সাত লাখ মানুষের জন্য ৭ জন চিকিৎসক

Estimated read time 1 min read
Ad1

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করলেও বাড়েনি জনবল।

মাত্র সাতজন চিকিৎসক দিয়েই চলছে সাত লাখ মানুষের চিকিৎসা সেবা। জনবল সংকটের কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৯টি পদের মধ্যে আছে মাত্র ২৬। ডাক্তার-নার্স, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শূন্য রয়েছে ৫৩টি পদ। ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে ১০ জন।

তার মধ্যে উপস্থিত থাকেন মাত্র সাতজন চিকিৎসক। ৩০ জন নার্স থাকার কথা থাকলেও আছেন মাত্র ১৩ জন। মিডওয়াইফ তিনজন থাকার কথা থাকলেও নেই একজনও।

তিনজন সিকিউরিটি গার্ডের মধ্যে নেই একজনও। তিনজন ওয়ার্ড বয়ের মধ্যে আছেন দুইজন। অন্যদিকে আয়া দুইজন থাকার কথা হলেও আছেন এক জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা গেছে, ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অবকাঠামো, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি  থাকলেও চিকিৎসক ও অন্যান্য জনবল সংকটের কারণে আল্ট্রাসনোগ্রাফি ও ইসিজি প্রভৃতি যন্ত্রপাতিগুলো অব্যবহৃত থেকে নষ্ট হচ্ছে।

৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন আউটডোরে গড়ে সাড়ে তিনশোর বেশি রোগী আসে, শয্যাগুলোতে শতাধিক রোগী ভর্তি থাকে। রোগীদের সেবা দিতে কর্তৃপক্ষের খুবই সমস্যা হয়। শয্যা সংখ্যা একশতে উন্নীত করার এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours