প্রবাসীদের কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার প্রতিপাদ্যকে ধারণ করে জামালপুরের অনুষ্ঠিত হয়ে গেলো প্রবাসী ও জব ফেয়ার মেলা।
শনিবার (৩০ ডিসেম্বর) জামালপুর জেলা সদরের বিনন্দের পাড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা প্রশাসন, কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)র আয়োজনে এ মেলার উদ্বোধন ও আলোচনা সভা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,জেলা সমাজসেবার উপপরিচালক রাজু আহমেদ, মেলান্দহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)র অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম,জামালপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকরামুন নাহার, জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)র অধ্যক্ষ মোহাম্মদ হারুন আল-মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ মোক্তার হোসেন,এলাইন্স ওভারসীজ ও দি-রাহীম ওভারসীজের ম্যানেজিং ডাইরেক্টর শফিকুল ইসলাম বিপ্লব।
আলোচনা অনুষ্ঠান শেষে মেলার-১০ স্টল পরিদর্শন করেন অতিথিরা। এসময় এলাইন্স ওভারসীজ ও দি-রাহীম ওভারসীজ এর কার্যক্রম দেখে মুগ্ধ হন।
+ There are no comments
Add yours