দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে কৌশলে ভোট চেয়ে বহিষ্কার হলেন রাঙামাটি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঙামাটি নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি পৌর এলাকার ১নং ওয়ার্ডে গীতাশ্রম মন্দিরের সামনে রাঙামাটি একতা কল্যাণ সমিতির আয়োজনে নৌকা প্রতীকের পক্ষে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতির বক্তব্যে কৌশলে নৌকার পক্ষে ভোট চান পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও এই আসনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংশু প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দিনসহ প্রমুখ।
তিনি বলেন, আপনারা জানেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিরা কেনো আসছেন। তো আপনারা সেটা মনে রেখেই আগামীতে তাদেরকে এগিয়ে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে।
হেলাল উদ্দিন জানান, আমি রাঙামাটি একতা কল্যাণ সমিতির সভাপতি হিসেবে এই সভায় উপস্থিত ছিলাম। বিএনপি নেতা হিসেবে নই।
+ There are no comments
Add yours