আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠি জেলার নলছিটি থানা ভবনের প্রধান ফটকের উদ্ধোধন করলেন রেঞ্জ ডিআইজি মো.শফিকুল ইসলাম।
বুধবার (৩ জানুয়ারী) বিকেলে ফিতা কেটে ও সাদা পায়রা উড়িয়ে ফটকের ফলক উম্মোচন শেষ থানার ভিতরে নারী,শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা হেল্প ডেস্কসহ নতুন ভবনের কার্যক্রমের উদ্ভোদন করেন। এসময় সাথে ছিলেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাহিতা ইয়াসমিন।
এরপর নলছিটি সরকারী মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে একটি বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে নবনির্বাচিত পৌর মেয়র আ. ওয়াহেদ খানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি শফিকুল ইসলাম বলেন এখনকার পুলিশ আর আগের পুলিশের মধ্যে সেবাগত অনেক পার্থক্য রয়েছে। আমরা জনগনের দোড়গোরায় সকল ধরনের পুলিশি সুবিধা পৌছে দিতে চাই। আপনারা থানায় সেবা নিতে গেলে অবশ্যই পরিবর্তনগুলো দেখতে পাবেন।
+ There are no comments
Add yours