১২৩ বছর ধরে জ্বলছে বিশ্বের প্রাচীনতম এই বাল্ব

Estimated read time 0 min read
Ad1

বর্তমানে একটি ইলেক্ট্রিক বাল্ব কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত ব্যবহার করা যায়। কখনো কখনো কয়েকদিন না যেতেই বাল্ব খারাপ হয়ে যেতে দেখা যায়। তবে সম্প্রতি এমন এক বাল্ব সামনে এসেছে যেটি ১০০ বছর ধরে আলো দিয়ে আসছে।

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রয়েছে লিভারমোর ফায়ার স্টেশন। সেখানে লাগানো একটি বাল্বের নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। ১৮৯৯ থেকে ১৯০০ সালের মধ্যে তৈরি হয়েছিল সেই বাল্ব।

ওহিয়োয় অবস্থিত শেলবি ইলেক্ট্রিক নামের এক প্রতিষ্ঠান এ বাল্ব তৈরি করেছিল। ১৯০১ সালে লিভারমোর ফায়ার স্টেশনে সেই বাল্ব লাগানো হয়েছিল। তখন থেকে এখনো জ্বলছে ওই বাল্ব। ১২৩ বছর ধরে সেবা দিচ্ছে এ বাল্ব।

জানা গেছে, যে সময় এ বাল্ব তৈরি হয়েছিল, সে সময় ইলেক্ট্রিক বাল্বের প্রচলন অনেক কম ছিল। মূলত কেরোসিনের বাতি ব্যবহৃত হতো।

এটিই ছিল ওই ফায়ার স্টেশনে লাগানো প্রথম বাল্ব, যা এখনো জ্বলছে। এখনো নিয়ম করে বাল্বটি জ্বালানো হয় বলে জানিয়েছেন ওই ফায়ার স্টেশনের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours