রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ হওয়া সেই কিশোর সিয়াম (১৪) মারা গেছে।
গতকাল (১ ডিসেম্বর) মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইটে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হয়ে তিনজন আমাদের জরুরি বিভাগে এসেছিল। এদের মধ্যে সিয়াম নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যায়। তার শরীরের ৮৮ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকি দুইজনের ২ ও ৬ শতাংশ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।
নিহত সিয়ামের বাবা স্বপন বেপারী বলেন, নতুন বছর উপলক্ষ্যে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে কেরোসিন তেলে তার শরীরে আগুন ধরে যায়। পরে আগুন নেভাতে গিয়ে আমার দুই ভাই ও দগ্ধ হয়। গতকাল মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়।
+ There are no comments
Add yours