ব্রহ্মপুত্র নদ দারা বিচ্ছিন্ন কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১ বছরে প্রায় দেড় হাজার গর্ভবর্তী মায়ের নরমাল ডেলিভারি করা হয়েছে।
এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এত সংখ্যক নরমাল ডেলিভারির ঘটনা কুড়িগ্রামে বিরল। অপর দিকে অনেকে নরমাল ডেলিভারি না করে ঝুঁকছেন সিজারিয়ান অপারেশনের দিকে। যার ফলে অনেক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন নারীরা।
কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২১ সালে শুধু রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ৩৪৫ জন, ২০২২ সালে ১ হাজার ৩৭৯ জন ও সর্বশেষ ২০২৩ সালে ১ হাজার ৪১০ জন গর্ভবর্তী প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি করা হয়েছে।
এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের আন্তরিকতার ফলে নরমাল ডেলিভারি সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে জেলায় গত এক বছরে কত পরিমাণে নরমাল ডেলিভারি হয়েছে তা জানা যায়নি।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৪-৫ বছর আগে কিছু সংখ্যক সিজার হতো হাসপাতালটিতে। পরে সার্জন ও লোকবল সংকটের ফলে তা বন্ধ হয়ে যায়। গত ৩ বছর থেকে একটিও সিজারিয়ান অপারেশন করা হয়নি এখানে। যা করা হয়েছে সব নরমাল ডেলিভারি।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর এ মোর্শেদ জানান, ডাক্তার ও নার্সদের আন্তরিকতার ফলে কুড়িগ্রামের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক বেশি নরমাল ডেলিভারি হচ্ছে।
+ There are no comments
Add yours