জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীনকে ‘নাপিত’ বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম হোসনে আরা।
শাহীনের উদ্দেশে তিনি বলেন, ‘সে দেখতেও নাপিত, মার্কাও নিছে নাপিতের।’
গত ৩১ ডিসেম্বর বিকেলে ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়ন আ.লীগ আয়োজিত নৌকার জনসভায় হোসনে আরা এসব কথা বলেন।
ইতিমধ্যে বেগম হোসনে আরার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি যা বলি সত্য সত্য কথা বলি, সামনাসামনি বলি। ক্ষুর কেঁচিই বেশি বাড়াবাড়ি করতাছে। সে দেখতেও নাপিত, মার্কাও নিছে নাপিতের।
৭ তারিখ পর্যন্ত আর কেউ দাঁড়ি মুচ (গোঁফ), কামায়েন (কাটবেন) না, যারা কামাবেন ৭ তারিখের পর কামাবেন বুঝছেন। তার কত বড় সাহস, কত বড় স্পর্ধা সে এখনো ইসলামপুরে বাস করে। সে ইসলামপুরে থাকার উপযুক্ত নয়। আপনাদের ভোট তো আপনারা দেবেন এটা কি তার দেওয়ার অধিকার? কেঁচি যেন আপনাদের পাশে না আসতে পারে। কেঁচি ধ্বংসের কেঁচি। সে হইল নাপিত, আমার আর কিছু বলার নেই।
জনসভায় প্রধান অতিথি হিসেবে তখন মঞ্চে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘নারী এমপি আমার শ্রদ্ধেয় চাচি, তিনি যা বলেছেন তার বিচার ইসলামপুরের জনগণ করবে।’
+ There are no comments
Add yours