
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা। সিনেমার বাইরে ব্যক্তিগত নানা কর্মকাণ্ড নিয়েও বছরজুড়ে আলোচনায় ছিলেন যিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা জানিয়েছেন, ২০২৪ সালেই বিয়ের পরিকল্পনা রয়েছে তার।
শিলা বলেন, ‘নতুন বছরে আমি চাই, আমার একজন লাইফ পার্টনার আসুক। সবাই বলে আমি কেন বিয়ে করছি না? এর কারণ আমি পছন্দের মানুষ খুঁজে পাচ্ছি না। আশা করছি, ২০২৪ সালে আমার পছন্দের মানুষ পেয়ে যাব। এরপরই বিয়ে করব।’
তবে এই নায়িকা জানালেন, বরিশালের কোনো ছেলেকে বিয়ে করবেন না তিনি। এক প্রশ্নের জবাবে শিরিন শিলা বলেন, ‘বরিশালে কখনও বিয়ে করব না। আমার কেন জানি মাথার মধ্যে ঢুকে আছে, বরিশালের ছেলেদের বিয়ে করব না। কেন আমি জানি না, যদিও আমার আপন বড় বোনের স্বামীর বাড়ি বরিশাল। তবে দুলাভাইকে ভালো লাগে, ম্যান টু ম্যান ভ্যারি করে; কিন্তু বোন যে এলাকায় বিয়ে করেছে আমি সেখানে বিয়ে করব না।’
এ সময় নিজের প্রেম নিয়ে শিরিন শিলা বলেন, ‘বড় হওয়ার পর যে প্রেমগুলো করেছি, তখন বয়ফ্রেন্ড যে গিফটগুলো দিয়েছে, সেগুলো এখনও আছে। তার মধ্যে গোল্ডের নেকলেস, ঘড়ি, জুতা, ব্যাগ, ড্রেস এসব স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আমাকে যে জিনিসগুলো দিয়েছিল, এগুলো আমি কেন ফেলে দেব? একটা মানুষতো আমাকে ভালোবেসে দিয়েছিল। তার সঙ্গে সম্পর্ক থাকুক বা না থাকুক, সে জিনিসগুলোর মূল্যায়নের চেষ্টা করি।’
+ There are no comments
Add yours