নির্বাচনে আমার এখানে শুধু মানুষ এজেন্ট থাকবে না, জিনরাও কাজ করবে। তাদের (জিনদের) বলে দিয়েছি, কেউ ভোট চুরি করতে পারবে না। এমন মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী।
শনিবার (৬ জানুয়ারি) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মাওলানা আছলাম হোছাইন রহমানী উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচনী মাঠে ভোট চাইতে গিয়ে ঝাড়ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন।
মাওলানা আছলাম হোসাইন রহমানী বলেন, আপনারা জানেন যারা তসকিয়া বিশ্বাস করেন, তারা জানেন। ফুলতলী সাহেবের অনেক জিন মুরিদ ছিল। আমাদের তাদের মতো না হলেও কিছু জিনের সঙ্গে দেখা হয়, আলোচনা হয়।
তিনি বলেন, ভোট যেন কারচুপি না হয় এ জন্য জিনদের বলে দিয়েছি। আমার এখানে মানুষ এজেন্টদের পাশাপাশি জিনরাও কাজ করবে। এজেন্ট তো থাকবেই সঙ্গে জিনরাও খবরাখবর দিবে যে, ভিতরে কোনো কারচুপি হচ্ছে কিনা। সুতরাং কেউ ভোট চুরি করতে পারবে না।
+ There are no comments
Add yours