ফেনী-১ ও ফেনী-৩ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্রে জাল ভোট প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে ২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আটকদের মাঝে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের লাঙ্গলের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে সোনাগাজী উপজেলায় ১৩ জন, ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনের ছাগলনাইয়ায় ৭ জন ও ফুলগাজীতে ২ জন রয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান আটকদের সংখ্যা নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীর তিনটি আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ছয়জন, ফেনী-২ আসনে আটজন ও ফেনী-৩ আসনে ১০ জন।
তিনি আরও জানান, ফেনীর তিনটি আসনে ১২ লাখ ৪৬ হাজার ১২৬ জন ভোটার আছে। ভোটাররা ৩৯৯টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দিনভর ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আনসার ভিডিপি, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ছিলেন।
+ There are no comments
Add yours