ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়া-৪ আসনে আলোচিত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফাই ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন।
আজ (৭ জানুয়ারি) সকাল ৮টায় আসনটিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টার দিকে। হিরো আলম বলেন, এবারের নির্বাচনেও নানারকম অনিয়ম হয়েছে। এইসব নিয়ে রাত ৮টার দিকে সংবাদ সম্মেলনে কথা বলব।হিরো আলম বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত ডাব মার্কার প্রার্থী।
এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে আছেন ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকে প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। এছাড়া বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লাসহ আরও চারজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
+ There are no comments
Add yours